ওয়েব ডেভলপমেন্ট কি এবং কিভাবে শিখবো?

Fahim Ahammed Firoz
3 min readJun 18, 2021

ওয়েব ডেভলপমেন্ট কি?

ওয়েব ডেভলপমেন্ট হলো একটি ওয়েব সাইটের জীবন দান করা বা প্রাণ সঞ্চার করা। একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরী করেন তার প্রতিটা উপকরনকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য যে কর্মকান্ড চালানো হয় তাই হচ্ছে ওয়েব ডেভলপমেন্ট। আপনি ফেসবুকে লগইন করার পর আপনার প্রোফাইল ও পোস্টশ অন্যান্য যে অনশন দেখতে পান সেগুলো ওয়েব ডেভলপমেন্ট এর মাধ্যমে করা হয়। তাছাড়া আপনি কোন ছবি পোস্ট করলে সবাই দেখতে পায় এমনকি আপনার প্রোফাইলে এড হয় এসবই ওয়েব ডেভলপমেন্টের ফল।.

ওয়েব ডেভলপমেন্ট যারা করে থাকে তাদের ওয়ের ডেভলপার বলে। কাজের ধরনের উপর নির্ভর করে ওয়েব ডেভলপারকে তিন ভাগে ভাগ করা হয়। যেমনঃ

১। ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভলপার

২। ব্যাক ইন্ড ওয়েব ডেভলপার

৩। ফুল স্ট্যাক ওয়েব ডেভলপার

ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভলপারঃ এ ধরনের ডেভলপাররা শুধুমাত্র একটি ওয়েব সাইটের বাইরের অংশকে ডেভলপ করে থাকে। মানে আমরা একটি ওয়েব সাইটকে বাইরে থেকে যেমন দেখতে পারি সে অংশটুকু।

ব্যাক ইন্ড ওয়েব ডেভলপারঃ এ ধরনের ডেভলপাররা একটি ওয়েব সাইটকে ফাংশনাল করে তোলে। কিন্তু একজন ব্যাক ইন্ড ওয়েব ডেভলপার হতে হলে অবশ্যই ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে জ্ঞান রাখতে হয়। তবে এরা ফ্রন্ট ইন্ড এর কোন কাজ করে না। কারন একসাথে দুটি কাজ করতে হলে অনেক সময় লেগে যায়।

ব্যাক ইন্ড ওয়েব ডেভলপার হতে হলে HTML, CSS, Bootstrap, JavaScript, React ইত্যাদি সহ ডেটাবেজ সম্পর্কে পূর্ণাং জ্ঞান রাখতে হবে।

ফুল স্ট্যাক ওয়েব ডেভলপারঃ এ ধরনের ওয়েব ডেভলপারকে আমি বলি আলু। কারন তারা ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড দুটোই পারে। আর আলু বলার কারন হচ্ছে এটি সব ধরনের তরকারিতে ব্যবহার করা যায় এবং খাওয়া যায়। এ ধরনের ডেভলপাররের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে।

কিভাবে শিখবেন ওয়েব ডেভলপমেন্ট?

ধাপ-১ঃ আপনি যদি ওয়েব ডেভলপার হতে চান তাহলে প্রথমেই জানতে হবে Markup Language.

মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আপনাকে এইচ টি এম এল এর কথা বলা হয়েছে। এইচ টি এম এল শেখার সাথে সাথে সি এস এস টির আয়ত্ব নিয়ে নিতে হবে।

ধাপ-২ঃ এই ধাপে আপনাকে আয়ত্ব করতে হবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচে কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হলো, সেখান থেকে আপনি যেকোন একটি শিখতে পারেন।

Name of Programming Language: JavaScript, PHP, Python etc

ধাপ-৩ঃ দ্বিতীয় ধাপ অতিক্রম করার সাথে সাথে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। এখন আপনাকে শিখতে হবে আপনার শেখা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি লাইব্রেরী বা ফ্রেমওয়ার্ক। যদি আপনি জাভাস্ক্রিপ্ট শিখে থাকেন তাহলে React, Vue শিখতে পারেন; আর যদি পিএইচপি শিখে থাকেন তাহলে লারাভেল বা অন্য কোন ফ্রেমওয়ার্ক শিখতে পারেন।

ধাপ-৪ঃ আপনার ওয়েব সাইটি দৃষ্টি নন্দন করার জন্য কিছু গ্রাফিক্সের কাজ শিখতে পারেন। এটি আপনার কাজকে নতুন একটি রূপ দিবে। এছাড়াও রেস্পন্সিভ করার জন্য Bootstrap, Material UI, Tailwind CSS শিখতে পারেন।

ফন্ট ইন্ড ভালোভাবে রপ্ত করা হয়ে গেলে আপনি ব্যাক ইন্ড এর দিকে ফোকাস করতে পারেন।

প্রথমেই আপনাকে মনস্থির করতে হবে যে কমপক্ষে এক বছর সময় ব্যয় করবেন শুধু শেখার জন্য। তারপর ফেসবুকে ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কিত হেল্প পাওয়া যায় এমন কিছু Group এ এড হবেন । এমন একটি গ্রুপ হচ্ছে Programming Hero Community । এরপর গ্রুপে যে যত পোষ্ট দিবে নিয়মিত পড়তে থাকেন। আপনি কোথাও আটকে গেলে বা কোথাও হেল্প লাগলে মার্জিত ভাষায় লিখে একটি পোস্ট করে দিন, আশা করি উত্তর পেয়ে যাবেন।

কোথায় শিখবেন ?

এখন অনলাইনে এত রিসোর্স যে খুব সহজে একা একাই আপনি শিখতে পারবেন। w3schools যেখানে সব টিউটোরিয়াল রিসোর্স পাবেন এছাড়াও Google মামা আর Youtube তো আছেই । অথবা বিভিন্ন প্রকার ট্রেনিং সেন্টার থেকেও শিখতে পারেন। তবে সবচেয়ে বেশি দরকার আপনার ইচ্ছা শক্তি।

আপনার লক্ষ্য যদি থাকে অটুট, আপনি যদি কঠোর পরিশ্রমী হউন, আপনি যদি বিভিন্ন বাধা এর পরও পিছ পা না হন এবং লেগে থাকতে পারেন। তাহলে আজ থেকেই ঝাপিয়ে পরুন। ইনশাআল্লাহ জয় হবেই।

--

--

Fahim Ahammed Firoz

I am a hardworking, confident, enthusiastic Web developer and I want to utilize my knowledge and personal skills in Web Development.